
পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল বিক্রির সময় আটক হওয়া জাতীয়তাবাদী কৃষক দলের নেতা সেলিম রেজাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার বিকেলে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত সেলিম রেজা ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ছিলেন।
জানা গেছে, অষ্টমনিষা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল ব্যাটারিচালিত অটোভ্যানে করে চাটমোহর পৌর শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন সেলিম রেজা। খবর পেয়ে স্থানীয়রা পৌর শহরের জারদিস মোড় এলাকায় সরকারি সিলমোহরযুক্ত চালসহ তাকে আটক করেন।
চালগুলোর উৎস ও গন্তব্য সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় সন্দেহ বাড়তে থাকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে পৌঁছার আগেই সেলিম রেজা পালিয়ে যান।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত চাল নিলামে বিক্রি করে প্রাপ্ত ৩০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
এ ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে স্থানীয় কৃষক দল। পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফিফের সিদ্ধান্ত অনুযায়ী সেলিম রেজাকে বহিষ্কার করা হয়।
ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সেলিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় কারো সম্পৃক্ততা আছে কিনা তা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।”