Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ‘প্রকৃত সিয়াম পালন করুন পৃথিবী পাল্টে যাবে’ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

‘প্রকৃত সিয়াম পালন করুন পৃথিবী পাল্টে যাবে’

April 05, 2024 07:29:23 PM   স্পেশাল করেসপন্ডেন্ট
‘প্রকৃত সিয়াম পালন করুন পৃথিবী পাল্টে যাবে’

ওবায়দুল হক বাদল:
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর মিরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৫ এপ্রিল ২০২৪) বিকাল ৩টায় মিরপুর ৪নং ওয়ার্ড মার্কেট কাম কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা। হেযবুত তওহীদের ঢাকা মিরপুর জোনের সভাপতি আব্দুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম সওমের নিয়ম, উদ্দেশ্য, শিক্ষা এবং দেশ ও সমগ্র বিশ্ব জুড়ে বিদ্যমান সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সংকটময় পরিস্থিতি, মুসলমানদের দুর্দশা এবং এ থেকে উত্তরণের পথ নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, সওম মানে আত্মসংযম, নিজেকে নিয়ন্ত্রণ করা, বিরত থাকা। রোযা তথা সওমের উদ্দেশ্য হলো, মো’মেন ব্যক্তি সারাদিন পানাহার ও জৈবিক চাহিদা পূরণ থেকে নিজেকে বিরত রাখবেন, নিজের আত্মাকে শক্তিশালী করবেন। তিনি অপচয় করবেন না, পশুর ন্যায় উদরপূর্তি করবেন না। তিনি হবেন নিয়ন্ত্রিত, আত্মত্যাগী। বঞ্চিত, ক্ষুধার্ত, দরিদ্র মানুষের দুঃখ অনুভব করে তিনি তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আত্মনিয়োগ করবেন। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন অর্থাৎ তিনি হবেন তাকওয়াবান। তার এই চরিত্রের প্রতিফলন ঘটবে ব্যক্তি, পরিবার, সামাজ ও জাতীয় জীবনে। গড়ে উঠবে এমন এক সমাজ যেখানে সবাই একে অপরের জন্য ত্যাগ স্বীকার করতে উৎসাহী হবে, বিরাজ করবে পরস্পর সহমর্মিতা, সহানুভূতি, ভ্রাতৃত্ব। প্রতিষ্ঠিত হবে শান্তি।

তিনি আরও বলেন, আজকের বাস্তবতা এই যে, বর্তমানে সওমের এই মৌলিক শিক্ষা হারিয়ে সওম বা রোযা যেন হয়ে গেছে কেবল না খেয়ে থাকা। দেখা যায়, রমজান আসলেই মুসলিমদের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। নিত্য প্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়ে হয়ে ওঠে আকাশছোঁয়া। সংযমের মাস এলেই মুসলিমদের সংযমের সব বাঁধ যেন ভেঙে যায়। সওম আজ ব্যবসার হাতিয়ারে পরিণত হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বৃদ্ধি করা হচ্ছে। মানুষ বাজারে গিয়ে নিত্য পণ্যের দাম শুনে অসহায় হয়ে পড়ে। সবাই যেন অসাধু ব্যবসায়ীদের হাতে জিম্মি। ধর্মব্যবসাও জমজমাট হয়ে ওঠে এই মাসে। এ জাতীয় অপরাধ ঢাকা দেয়ার জন্য আত্মপ্রচারের আশায় কিছু দান-খয়রাত করতে দেখা যায় মাত্র। কিন্তু রোযা তথা সওমের মাধ্যমে সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়ের বোধ, অত্মশুদ্ধি অর্থাৎ তাকওয়া সৃষ্টি হয়না, প্রকৃত সিয়ামের সাধনা হয় না। প্রকৃত সিয়ামের সাধনা হলে সমাজের এই চিত্র থাকত না। প্রকৃত সিয়ামের সাধনা করা হলে পৃথিবী পাল্টে যেতÑ মন্তব্য করেন তিনি।

উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে তিনি বলেন, রোজার নির্দেশনাটা মূলত মো’মেনদের জন্য। তার মানে মো’মেনরা রোজা পালন করবে। প্রশ্ন হচ্ছে- এই মো’মেন কারা? তারাই মো’মেন যারা আল্লাহ ও রাসুলের উপর ঈমান আনে, কোনো সন্দেহ পোষণ করে না এবং সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করে। এই মো’মেনের জন্যই হলো রোজা, নামাজ, হজ্ব সবকিছু। আমরা হেযবুত তওহীদ আমাদের জীবন ও সম্পদ আল্লার রাস্তায় কোরবান করে দিয়ে প্রকৃত মোমেন হবার চেষ্টা করছিÑ বলেন তিনি।

এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দলীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।

কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপকমিটির সদস্য শাহ নেওয়াজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হেযবুত তওহীদের মিরপুর জোনের সভাপতি আব্দুল হক বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলদ্রিম মিডিয়ার চেয়ারম্যান খাদিজা খাতুন, হেযবুত তওহীদের নারী বিভাগের প্রধান রুফায়দহ পন্নী, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, তথ্য সম্পাদক এস এম সামসুল হুদা, হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, ঢাকা জেলা হেযবুত তওহীদের সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া, কালিয়াকৈর থানা প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা প্রমুখ।

অনুষ্ঠানের এক পর্যায়ে হামদ্-নাত ও গজল পরিবেশন করেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীবৃন্দ। তাদের পরিবেশনায় মুগ্ধ হয় দর্শকরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের পর মানবজাতির শান্তি কামনা করে দোয়া করেন। মোনাজাত শেষে মাগরিবের আযান হলে সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। অতিথিরা সবাই মিলে একাকার হয়ে ইফতারে অংশ নেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাইফুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেজবাউল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি তসলিম উদ্দিন, উত্তরা জোনের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, তেজগাঁও জোনের সভাপতি আলহাম আলহামদু, যাত্রবাড়ী জোনের সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, লালবাগ জোনের সভাপতি হাছিবুর রহমান শাওন, কাফরুল থানা সভাপতি রাসেল মাঝি, পল্লবী থানা সভাপতি সুমন শেখ, যাত্রাবাড়ী জোনের সভাপতি জাকির হোসেন, গাজীপুর মহানগর হেযবুত তওহীদের সভাপতি শহিদুল ইসলাম, গাজীপুর জেলা সভাপতি শাজাহান প্রধান, টাংগাইল জেলা মধ্যাঞ্চলের সভাপতি হাবিবুর রহমান, টাঙ্গাইল জেলা পূর্বাঞ্চলের সভাপতি সাজ্জাদ কাদির খান সোহেলসহ ঢাকার বিভিন্ন থানার সভাপতি ও সহস্রাধিক নেতাকর্মী। 
ইফতার শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হোসাইন মোহাম্মদ সেলিম দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।