Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / প্রতিধ্বনির আয়োজনে ‘হৃদয়ে বঙ্গবন্ধু চেতনায় নজরুল’ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রতিধ্বনির আয়োজনে ‘হৃদয়ে বঙ্গবন্ধু চেতনায় নজরুল’

September 06, 2023 07:24:57 PM   নিজস্ব প্রতিবেদক
প্রতিধ্বনির আয়োজনে ‘হৃদয়ে বঙ্গবন্ধু চেতনায় নজরুল’

নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন প্রতিধ্বনি উদ্যোগে ‘হৃদয়ে বঙ্গবন্ধু চেতনায় নজরুল’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারত থেকে আগত চুরুলিয়া দোলনচাঁপা ফাউন্ডেশনের  সাধারণ সম্পাদক ও কাজী নজরুল ইসলামের নাতনী সোনালী কাজী, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাড আবদুন নূর দুলাল, দৈনিক দেশেরপত্র এর  রুফায়দাহ পন্নী, শিল্পকলা একাডেমীর ড. শাহাদাত হোসেন নিপু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শতবর্ষ আন্তর্জাতিক পরিষদের প্রধান সমন্বয়ককারী কবি আসলাম সানী। সঞ্চলনায় ছিলেন এডভোকেট শিমুল পারভিন। কবিতা আবৃত্তি করেন ল্যাবএইড হাসপাতালের ডা. মমতাজ রহমান, আইনজীবী ও কবি নোমান রহমান, সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ফাতেমাতুজ জোহরা।