Date: October 25, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / প্রথমবার মশা ধরা পড়ল যে দেশে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রথমবার মশা ধরা পড়ল যে দেশে

October 24, 2025 09:25:47 AM   আন্তর্জাতিক ডেস্ক
প্রথমবার মশা ধরা পড়ল যে দেশে

আইসল্যান্ডে ইতিহাসে প্রথমবার মশা ধরা পড়েছে। বরফে ঢাকা, শীতপ্রধান এই দেশে কখনো মশার উপস্থিতি দেখা যেত না, তাই এটি স্থানীয় বাসিন্দাদের জন্য এক অবাক করা খবর। স্থানীয় কীটতত্ত্ববিদ বিয়র্ন হ্যালটাসন প্রজাপতি পর্যবেক্ষণের সময় দুটি স্ত্রী এবং একটি পুরুষ মশা ধরেন। পরবর্তীতে বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, এগুলো ‘কুলিসেটা অ্যানুলাটা’ প্রজাতির মশা, যা ঠান্ডা আবহাওয়াতেও বেঁচে থাকতে সক্ষম।

এতদিন পর্যন্ত আইসল্যান্ড এবং অ্যান্টার্কটিকা দুই অঞ্চলই মশামুক্ত ছিল। তবে বৈজ্ঞানিকরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এবার পরিস্থিতি বদলেছে। এ বছরের কিছু সময় আইসল্যান্ডে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে বিরল। এই উষ্ণতার কারণে মশাদের বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

বর্তমানে কীটতত্ত্ববিদরা পর্যবেক্ষণ করছেন, এই মশাগুলো কেবল পথ হারিয়ে এসেছে কি না, নাকি তারা সত্যিই আইসল্যান্ডে স্থায়ীভাবে বসতি গড়ে তুলতে শুরু করেছে। যদি স্থায়ীভাবে বসতি গড়ে তোলে, তবে এটি জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট সংকেত হিসেবে গণ্য হবে।

সূত্র : বিবিসি