Date: October 26, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে হেলমেট-প্যাডে যুবকদের আত্মরক্ষা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে হেলমেট-প্যাডে যুবকদের আত্মরক্ষা

October 25, 2025 01:31:05 PM   অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে হেলমেট-প্যাডে যুবকদের আত্মরক্ষা

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার বিরামপুর এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পূর্ব পাড়ার ব্যবসায়ী সাচ্চু মিয়ার সঙ্গে পশ্চিম পাড়ার সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশিদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সকালে এই দ্বন্দ্ব তীব্র আকার ধারন করে, এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্রের সাহায্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তেজিত হয় যে, পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

ঘটনার সময় অনেক যুবক আত্মরক্ষার জন্য হেলমেট, প্যাড ও লাইফ জ্যাকেট পরিহিত ছিল। সংঘর্ষে নাছির মিয়া নামের একজন নিহত হন। এছাড়া উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।