
পাংশা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশায় আপন চাচার দোকানের নিচ থেকে ভাজিতা কাজল মিয়া (১৭) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) উপজেলার যশাই ইউপির চর গুপিনাথ গ্রামের খলিল মোড় থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কাজল ওই গ্রামের মনিরুল মিয়ার ছেলে।
নিহতের মা কাজলি আক্তার বলেন, গত সোমবার সন্ধার একটু আগে কাজলের বন্ধু নাহিদ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর আমার ছেলে আর বাড়িতে ফেরেনি।
নিহতের পিতা মনিরুল মিয়া বলেন, রাতে আমি বাড়িতে ফেরার সময় ওকে খলিলের মোড়ে দেখে ডাক দিয়ে বাড়িতে আসতে বলি ও বলে আমি পরে আসতেছি, কিন্তু বাড়িতে ফেরেনি। এরপর থেকে ও নিখোজ ছিলো। বৃহস্পতিবার আমরা নিখোজ জিডি করার জন্য পাংশা থানায় গেলে ফোনের মাধ্যমে সংবাদ পাই যে আমার ভাই খলিলের দোকানের নিচে একটা লাশ পাওয়া গেছে। এরপর পুলিশ ওখান থেকে লাশ উদ্ধার করে।
লাশ উত্তলোনকারি স্থানিয় এক ব্যাক্তি বলেন, খলিলের দোকানের নিচ থেকে দূর্গন্ধ বের হওয়া ও মাছির আনাগোনা দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে আমাদের সহযোগিতায় লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠাই। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা পক্রিয়াধীন। পরে তদন্ত সাপেক্ষে পরবর্তি ব্যাবস্থা নেয়া হবে।