Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত

July 30, 2022 12:50:12 AM  
প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। ধারণা করা হচ্ছে এতে মাইক্রোতে থাকা সবার মৃত্যু হয়েছে।

তবে, তাৎক্ষণিকভাবে নিহত কারোই পরিচয় জানা সম্ভব হয়নি।