Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে গৃহকর্মী হত্যার রহস্য উদঘাটন: মূল আসামি গ্রেফতার, আলামত উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে গৃহকর্মী হত্যার রহস্য উদঘাটন: মূল আসামি গ্রেফতার, আলামত উদ্ধার

January 08, 2025 06:23:02 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে গৃহকর্মী হত্যার রহস্য উদঘাটন: মূল আসামি গ্রেফতার, আলামত উদ্ধার

ফেনী প্রতিনিধি:
ফেনীতে গৃহকর্মী মাসুদা বেগমকে ছুরি দিয়ে জবাই করে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রকৃত রহস্য উদঘাটন করেছে ফেনী জেলা পিবিআই। এ ঘটনায় মূল আসামি আবির হোসেন রাফিকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও আলামত উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে পিবিআই ফেনী জেলা পুলিশ সুপার জয়িতা শিল্পী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত আবির হোসেন রাফি (২০) ফেনীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ পর্বের ছাত্র। তিনি অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিলেন এবং জুয়া খেলার টাকা সংগ্রহে মরিয়া হয়ে ওঠেন।

গত ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুকের বাড়িতে চুরি করতে গিয়ে গৃহকর্মী মাসুদা বেগম (৬৫) তাকে দেখে ফেলেন। মাসুদা তাকে বাধা দিতে গেলে, রাফি ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে পালিয়ে যান।

মাসুদা বেগমের ছেলে মো. জাফর (৪৫) পরদিন ফেনী সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৪৬) দায়ের করেন।

পিবিআই তদন্তে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও গোপন অনুসন্ধানের মাধ্যমে রাফির অবস্থান শনাক্ত করে। গত ৭ জানুয়ারি পিবিআই ফেনী টিম নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে রাফিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাফির দেয়া তথ্যমতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি এবং রাফির পরিহিত সাদা-কালো চেক শার্ট উদ্ধার করা হয়।

পিবিআই ফেনী জেলা পুলিশ সুপার জানান, অপরাধের তদন্ত এবং অভিযুক্তকে গ্রেফতারে পিবিআই নিরলসভাবে কাজ করেছে। অভিযুক্ত রাফিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।