
ফেনী প্রতিনিধি:
ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ১১ মামলার পলাতক আসামি ও কুখ্যাত ছিনতাইকারী পারভেজ হোসেন ওরফে বাদশা (২২) গ্রেফতার হয়েছে। সে ফেনীর পরশুরাম উপজেলার উত্তর বাউরখুমা, তালুকপাড়া এলাকার সোহেল ওরফে কালু ও পারুল আক্তারের পুত্র। বর্তমানে সে ফেনী রেলস্টেশন এলাকার উত্তর সহদেবপুরে বসবাস করে।
ঘটনার বিবরণে জানা যায়, মো. সুমন মৃধা (৩১), পিতা- আব্দুল করিম মৃধা, গ্রাম- নিশান বাড়ীয়া, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট, বর্তমানে ফেনী থানাধীন গাজী ক্রস রোডের সাখাওয়াতের বাসায় ভাড়া থেকে কাজ করেন। গত ২৮ এপ্রিল তিনি তাঁর চাচাতো ভাই শাকিলকে নিয়ে সিএনজিতে বাসায় ফিরছিলেন। আনুমানিক বিকেল ৫টার দিকে গাজী ক্রস রোডের অচিন গাছতলায় পৌঁছালে পারভেজ ওরফে বাদশা এবং আরও দুই সহযোগী—শাহীন (২৫), পিতা- কবির আহম্মদ, এবং সুজন (২৩), পিতা- সুমন—চাকু ও চাপাতি নিয়ে তাঁদের গতিরোধ করে।
ছিনতাইকারীরা শাকিলের গালে ও ডান হাতে চাপাতি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে এবং তার কাছ থেকে আইটেল ব্র্যান্ডের একটি মোবাইল (মূল্য আনুমানিক ১৩,০০০ টাকা) এবং মানিব্যাগসহ ১৪,৩০০ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ডিবি পুলিশের সহায়তায় সুমন মৃধার সনাক্তে পারভেজকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য ও স্থানীয়দের সহায়তায় অপর দুই সহযোগীর নাম-ঠিকানা শনাক্ত করা হয়। গ্রেফতার পারভেজের বিরুদ্ধে ফেনী মডেল থানা ও রেলওয়ে থানায় চুরি, ছিনতাই এবং মাদকের মোট ১১টি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজের পিতা কালু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পারভেজ ও তার সহযোগীরা রেললাইন, সহদেবপুর ও ফেনী কলেজসংলগ্ন এলাকায় পথচারীদের ছিনতাই করত বলে অভিযোগ রয়েছে। পলাতক অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।