
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে হারুন মজুমদার বিজয়ী হয়েছে। কাপ পিরিস মার্কা নিয়ে হারুন মজুমদার ভোট পেয়েছেন ২৭৫০০ ভোট। নিকটতম প্রতদ্বন্দ্বী প্রার্থী চিংড়ি মাছ নিয়ে জাফর উল্যা ভূঞা পেয়েছেন ৭৭৫ ভোট।
গতকাল ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচন নিরত্তাপ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচেন মোট ভোট পড়েছে ৩৫,৩৩০ ভোট। ভোটের হার ২৭.৭৫ শতাংশ। নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. হারুন মজুমদার।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সাবেক ভাইস চেয়ারম্যান অনিল বনিক। তিনি পেয়েছেন ১১০৮৯ ভোট।অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ।
নির্বাচিত চেয়ারম্যান হারুন মজুমদার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য পদত্যাগকারী আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গতকালের ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারের উপস্থিতি তেমন চোখে পড়েনি জনগণের মাজেও ভোট নিয়ে তেমন আনন্দ উচ্ছাস ছিল না। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। একই দিন পরশুরাম উপজেলা নির্বাচনের একক প্রার্থী থাকায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হয়েছেন।