Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / ফ্রান্সের হাতেই বিশ্বকাপ দেখছেন ব্রাজিলের রোনালদো - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফ্রান্সের হাতেই বিশ্বকাপ দেখছেন ব্রাজিলের রোনালদো

December 13, 2022 11:11:04 PM   ক্রীড়া ডেস্ক
ফ্রান্সের হাতেই বিশ্বকাপ দেখছেন ব্রাজিলের রোনালদো

রইল বাকি চার। কাতার বিশ্বকাপের ট্রফি ছোঁয়ার স্বপ্ন দেখছে ফ্রান্স, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া ও মরক্কো। কিন্তু স্বপ্ন পূরণ হবে যে কোনো এক দলের। সাবেক ব্রাজিলিয়ান গ্রেট রোনালদো বাজি ধরেছেন ফ্রান্সের পক্ষে। তিনি বলেন, আর্জেন্টিনা দলটি খুব বেশি ভালো না হলেও প্রত্যয়ী। অন্যদিকে ফ্রান্স সব বিভাগেই শক্তিশালী এক দল। এবার তারাই ফেভারিট।
বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স কোয়ার্টার ফাইনালে ক্ষিপ্রগতির ইংলিশদের হারিয়ে সেমির টিকিট পেয়েছে। এই পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো। তাই অনায়াসেই ফাইনালে যাবে এমবাপ্পের দল, এমনটা মনে করছেন অনেকেই। একই ধারণা পোষণ করেন দুইবারের ব্যালন ডি অর জয়ী রোনালদো। এএফপির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এ স্ট্রাইকার বলেন, আমি যদি বলি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে তাহলে সেটা হবে নিজের সঙ্গে প্রতারণা। তবে ফুটবলের মতো রোমাঞ্চকর খেলায় হিসাব-নিকাশের বাইরেও অনেক কিছু ঘটতে পারে। শেষ পর্যন্ত যে জিতবে, তাকেই সমর্থন জানাব।
বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে ফাইনাল হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী এ ফুটবলার। তিনি বলেন, আমি ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে ফাইনাল হওয়ার কথা বলেছিলাম। দুর্ভাগ্য যে, ব্রাজিল ছিটকে গেছে। তাই এবার ফ্রান্সের পক্ষেই আমার সমর্থন।
এমবাপ্পের প্রশংসা করে রোনালদো বলেন, ‘সে জানে কীভাবে অন্যদের থেকে দ্রুততর সময়ে এগিয়ে যেতে হয়। তার ভেতর ক্ষুধা ও দক্ষতা রয়েছে, যা তাকে অন্যদের চেয়ে আলাদা করে।