
জাবের হোসেন:
পটুয়াখালীর বাউফলে নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর উত্তম মরহুম শামসুল আলম তালুকদারের সুযোগ্য পুত্র এবিআর গ্রুপের চেয়ারম্যান হাসিব আলম তালুকদার।
বুধবার দুপুর দুই ঘটিকায় বাউফলে এক নং কাছিপাড়া ইউনিয়নে ২০ জন পরিবারের মধ্যে চাল,আলু,ডাল, পিয়াজ, রসুন, লবণ, সয়াবিন তেল, মুড়ি, হলুদ, মরিচ, শুকনা মরিচ, সাবান, মোমবাতি, বিতরণ করা হয়। এবিআর গ্রুপের চেয়ারম্যান হাসিব আলম তালুকদারের সহযোগিতায় তারই নির্দেশক্রমে একদল স্বেচ্ছাসেবী এসব খাবার সামগ্রী বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হাই, সভাপতি, কালিশুরী ইউনিয়ন যুবলীগ, নেওয়াজ শরীফ, সভাপতি, কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগ,মোঃ বসার হাওলাদার সদস্য,কাছিপাড়া ইউনিয়ন যুবলীগ, মোঃ অনিক তালুকদার,শাহিন আকন প্রমুখ।
এসময় হাসিব আলম তালুকদার সাংবাদিকদের বলেন, আমার অবস্থান থেকে নদী ভাঙ্গন কবলিত পরিবারদের পাশে দাঁড়াতে পেরেছি এটাই আমার বড় পাওয়া। আমার এই সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে আগামী দিনগুলোতেও। আমি বাউফল বাসিকে দিতে এসেছি নিতে আসিনি। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন দেশের জন্য যুদ্ধ করেছেন তারই সন্তান হয়ে আমি দেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করতেছি। আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছি,আপনারা সবাই আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।