
রায়হানুল ইসলাম:
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী বই মেলার তৃতীয় দিন শুক্রবার বই প্রেমীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এর সার্বিক সহযোগিতায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে মাতিয়ে রেখেছে মেলা প্রাঙ্গণ। বিভিন্ন প্রকাশনী শিশু সাহিত্য, শিশুদের বই, বগুড়া লেখক চক্রের বই বগুড়ার লেখকদের জন্য অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন, বগুড়া লেখক চক্রের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রঞ্জু। শুক্রবারের দিন ভালই জমে উঠেছে বলে জানিয়েছেন বিভিন্ন প্রকাশনীর স্টলের দায়িত্বপ্রাপ্তরা।
এদিকে মেলার তওহীদ প্রকাশনীর স্টলে মিলছে পাঠক চাহিদা সম্পন্ন নতুন কয়েকটি বই। এর মধ্যে রয়েছে ইয়াছমিন আক্তার ইলা এর 'কলির ফাঁদে নারী' ও 'ভালোবাসার বিষন্ন সুখ', ওবায়দুল হক বাদলের 'আরেকটি বিশ্বযুদ্ধ' ও 'দোয়ার বন্যা ফিলিস্তিনের কান্না' শিশু মনোবিজ্ঞান ডা.সুলতানা রাজিয়া এর বিপ্যারেন্টস এছাড়াও রয়েছে হোসাইন মোহাম্মদ সেলিম রচিত ধর্ম ব্যবসার ফাঁদেসহ তওহীদ প্রকাশনের তওহীদ জান্নাতের চাবি, মোহাম্মদ বায়াজীদ খান পন্নী'র বআঘ-বন-বন্দুক, রিয়াদুল হাসান এর যদি জাগে প্রাণ সহ অনেক চমকপ্রদ বই। বইমেলায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলছে নতুন পুরাতন লেখকদের মোড়ক উন্মোচ ন।
এরই ধারাবাহিকতায় মোড়ক উন্মোচন হলো বগুড়া সর্বজন শ্রদ্ধেয় লেখক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ এর বগুড়া জেলার প্রথম ইতিহাস গ্রন্থ ও আঞ্চলিক ভাষার শব্দাবলী এবং পাপিয়া সুলতানা এর আমার কবিতা গ্রন্থ।