
বগুড়া সংবাদদাতা:
বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ) এর বগুড়া জেলা শাখার সদস্য পরিমল চন্দ্রের মেয়ের বিয়ে উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার সভাপতি রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ তুলে দেন বাংলাদেশ সাংবাদিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি মশিউর রহমান।
আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক ইমরানুল হক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ সাকিব হোসেন, সদস্য রবিউল ইসলাম রবি প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার সদস্যদের বিভিন্ন প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির অংশ হিসেবে এ অনুদান প্রদান করা হয়।