
‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ মে) সকালে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বেলুন উড়িয়ে মে দিবসের উদ্বোধন করেন। পরে আদালত চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।
এদিকে বাগেরহাট শহরের মল্লিকবাড়ি মোড় থেকে জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলীর নেতৃত্বে আরেকটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যান গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির নেতা কামরুল ইসলাম গোরা, খান মনিরুল হক, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, শেখ শাহেদ আলী রবি, আসাফুদ্দৌলা জুয়েল, জেলা যুবদল নেতা মোল্লা সুজাউদ্দিন সুজন, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আকতার, শ্রমিকদল নেতা বেদার হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, “সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে এবং দল ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্যতা দাবী বাস্তবায়ন করতে হবে।”
১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকেরা যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে শ্রমের মর্যাদা, মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবি নিয়ে আন্দোলন করেছিলেন, তাদের স্মরণে বাংলাদেশসহ সারা বিশ্বে এ দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।