জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ও তাঁর স্বামী রবিনকে নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে—তারা বিচ্ছেদ করেছেন। তবে সেই গুজবকে প্রতিহত করেছেন পূর্ণিমা নিজের অনন্য উপায়ে। বুধবার বিকেলে তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায়, একটি রেস্তোরাঁয় স্বামীর হাত ধরে বসে আছেন তিনি। এই ছবি একেবারে স্পষ্ট করে দিয়েছে যে, বিচ্ছেদের খবর সম্পূর্ণ মিথ্যা; তাঁরা এখনো একসঙ্গেই রয়েছেন।
পূর্ণিমা ও রবিন ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রবিন পেশায় বহুজাতিক একটি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পূর্ণিমা নিজেও শিক্ষিত, তিনি সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।
এর আগে, সামাজিক মাধ্যমে একটি পোস্টে পূর্ণিমা লিখেছিলেন, “মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই—তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ।”
পূর্ণিমা ও রবিনের পরিচয় কাজের সূত্রে। তিন বছরের বন্ধুত্বের পর তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। উল্লেখ্য, রবিনের সঙ্গে এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। পূর্ণিমা এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর বিয়ে করেছিলেন আহমেদ জামাল ফাহাদের সঙ্গে এবং ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন।