Date: October 25, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / রাশিয়া দেবে ২০০ বাংলাদেশিকে বৃত্তি — আবেদন প্রক্রিয়া জানুন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাশিয়া দেবে ২০০ বাংলাদেশিকে বৃত্তি — আবেদন প্রক্রিয়া জানুন

October 24, 2025 08:18:35 PM   অনলাইন ডেস্ক
রাশিয়া দেবে ২০০ বাংলাদেশিকে বৃত্তি — আবেদন প্রক্রিয়া জানুন

রাশিয়ার সরকার ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে। এবার ব্যাচেলর, স্পেশালিটি ডিগ্রি, মাস্টার্স, রেসিডেন্সি প্রশিক্ষণ এবং পিএইচডি পর্যায়ে মোট ২০০টি বৃত্তি প্রদান করবে রাশিয়া।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকায় আয়োজিত এক সেমিনারে রাশিয়ান হাউস ইন ঢাকার নতুন পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনইয়ার এ তথ্য জানান। তিনি বলেন, পাঁচ বছর আগে যেখানে বৃত্তির সংখ্যা ছিল মাত্র ৬৫টি, এবার তা বেড়ে ২০০-তে পৌঁছেছে—যা বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা-গবেষণায় দুই দেশের পারস্পরিক সহযোগিতার প্রতিফলন।

এই বৃত্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে, রাশিয়ার সরকারি ওয়েবসাইট https://education-in-russia.com-এ গিয়ে। আবেদনপত্র পূরণের শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৬।

আবেদনের আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিতে হবে। আবেদনকারীর সকল শিক্ষাগত সনদ ও মার্কশিটের মূল কপি এবং ফটোকপি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত থাকতে হবে। পাশাপাশি পাসপোর্টের মেয়াদ ২০২৬ সালের সেপ্টেম্বরের পর অন্তত ১৮ মাস থাকতে হবে।

অনলাইনে আবেদন সম্পন্ন হলে প্রিন্ট করা আবেদনপত্রসহ কিছু নথি জমা দিতে হবে ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউসের শিক্ষা বিভাগে। সেগুলোর মধ্যে রয়েছে—
শিক্ষাগত সনদের কপি, পাসপোর্টের ফটোকপি, স্বাস্থ্য সনদ, ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে সম্মতিপত্র এবং একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

আবেদন প্রক্রিয়া বা অন্যান্য বিস্তারিত জানার জন্য শিক্ষার্থীরা প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাশিয়ান হাউস ইন ঢাকার শিক্ষা বিভাগে যোগাযোগ করতে পারবেন।

আলেকজান্দ্রা খলেভনইয়ার বলেন, রাশিয়ার লক্ষ্য হলো মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের নিজেদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দেওয়া, যাতে তারা শিক্ষা শেষে দেশে ফিরে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।