Date: May 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / বোতল ছুঁড়ে মারা জবি শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বোতল ছুঁড়ে মারা জবি শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর

May 16, 2025 09:33:18 PM   অনলাইন ডেস্ক
বোতল ছুঁড়ে মারা জবি শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, “জবি শিক্ষার্থী ইশতিয়াক হুসাইনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।”

উল্লেখ্য, চার দফা দাবিতে গত ১৪ মে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। ওইদিনই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। একপর্যায়ে এক শিক্ষার্থী তার দিকে পানির বোতল ছুঁড়ে মারেন। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই শিক্ষার্থীকে শনাক্ত করে হেফাজতে নেয়।