Date: October 26, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বন্ধুত্বের টানে যুক্তরাষ্ট্র থেকে রাজমিস্ত্রীর বাড়িতে মার্কিন ব্যবসায়ী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

বন্ধুত্বের টানে যুক্তরাষ্ট্র থেকে রাজমিস্ত্রীর বাড়িতে মার্কিন ব্যবসায়ী

October 23, 2025 11:30:38 AM   অনলাইন ডেস্ক
বন্ধুত্বের টানে যুক্তরাষ্ট্র থেকে রাজমিস্ত্রীর বাড়িতে মার্কিন ব্যবসায়ী

সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুত্ব কখনও কখনও বাস্তব জীবনের সীমা ছাড়িয়ে যায়—তারই এক অনন্য উদাহরণ এখন নাটোরে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পারসন বন্ধুত্বের টানে ছুটে এসেছেন বাংলাদেশে, এক রাজমিস্ত্রীর বাড়িতে। বর্তমানে তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার চর বালশা গ্রামের সেতু মোল্লার বাড়িতে অবস্থান করছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তেরি পারসন। সেখান থেকেই পেশায় ভ্যানচালক ও রাজমিস্ত্রী সেতু মোল্লা তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। তাদের বন্ধুত্বের শুরুটা হয়েছিল ফেসবুকে। প্রায় ২৫ দিন আগে সেতু মোল্লার একটি ভিডিওতে লাইক দেন তেরি পারসন। সেখান থেকেই শুরু হয় কথোপকথন, ধীরে ধীরে গড়ে ওঠে এক আত্মিক সম্পর্ক। সেতু মোল্লা জানান, তিনি অবসরে ফেসবুকে ভিডিও তৈরি করেন, আর সেই ভিডিওর মাধ্যমেই দু’জনের মধ্যে ‘ভাইয়ের মতো’ এক বন্ধন গড়ে ওঠে। সেই বন্ধনের টানেই বাংলাদেশে আসেন তেরি।

বন্ধুর সঙ্গে দেখা করতে ১৫ দিনের ছুটি নিয়ে এসেছেন তিনি। সঙ্গে এনেছেন দুই ভরি স্বর্ণের চেইন, শিশুদের জন্য খেলনা ও নানা উপহার। ইতোমধ্যে গ্রামের মানুষ ও শিশুদের সঙ্গে গড়ে উঠেছে তার ঘনিষ্ঠতা। স্থানীয় খাবারের মধ্যে বিশেষ করে মুরগির মাংস ও চা তার খুবই পছন্দ হয়েছে। প্রতিদিন সেতু মোল্লার ব্যাটারিচালিত অটোরিকশায় ঘুরে ঘুরে তিনি দেখছেন গ্রামের প্রকৃতি, মানুষের সহজ সরল জীবন।

বাংলাদেশে এসে মুগ্ধ তেরি পারসন বলেন, “বাংলাদেশে এসে বুঝেছি, সরল মানুষ কতটা হৃদয়বান হতে পারে। এখানকার মানুষ যেমন অতিথিপরায়ণ, তেমনি আন্তরিক। আমেরিকায় জীবন বিলাসী ও ব্যয়বহুল, কিন্তু এখানে মানুষ খুব সাধারণভাবে বাঁচে, আর সেটাই অসাধারণ।” তিনি জানান, আগামী ছয় মাস পর আবারও বাংলাদেশে আসবেন এবং তার বন্ধুদেরও দেশটি ঘুরে দেখার আহ্বান জানাবেন।

আরও ১১ দিন বাংলাদেশে অবস্থান করবেন তেরি পারসন। এই সময়ে তিনি গ্রামীণ জীবনের স্বাদ নিতে ও এখানকার মানুষের দৈনন্দিন জীবন কাছ থেকে দেখতে চান। খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম এই ঘটনাকে দুই দেশের মানুষের হৃদয়ের বন্ধনের এক সুন্দর উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, “একজন মার্কিন ব্যবসায়ী ও একজন বাংলাদেশি রাজমিস্ত্রীর বন্ধুত্ব প্রমাণ করে—মানুষের সম্পর্ক কখনো ভাষা বা ভৌগোলিক সীমায় বাঁধা পড়ে না।”