
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন হুমকি দেওয়া হয়েছে। বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে।
এ অবস্থায় সকাল ৯টা ২০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমানের যাত্রীদের নামানোর পর এখন চলছে তল্লাশি।
জানা গেছে, বিমানের যাত্রীদের বের করা হলেও তাদের হ্যান্ড ব্যাগ ও লাগেজ বিমানেই রয়েছে। বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালাচ্ছেন। পর্যায়ক্রমে তল্লাশি চালানো হবে যাত্রীদের ব্যাগেও।
ফ্লাইটটির যাত্রীদের বর্তমানে টার্মিনাল ভবনে রাখা হয়েছে।
ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি কাউকে। বিমানের তল্লাশি শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের সেখানেই রাখা হবে।