Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে অনলাইন জুয়ার এজেন্টার গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে অনলাইন জুয়ার এজেন্টার গ্রেফতার

May 19, 2024 07:32:29 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে অনলাইন জুয়ার এজেন্টার গ্রেফতার

বরিশাল সদর প্রতিনিধি:
বরিশালে অনলাইনের বিভিন্ন সাইটে বাজিগর, ফুজিমেটা ডট কম, ওয়ান এক্সবেটসহ বিভিন্ন এ্যাপসের মাধ্যমে জুয়া খেলাসহ এ্যাপসের একাধিক এজেন্ট একাউন্টের মাধ্যমে প্রায় ৭০-৭২ জন অনলাইন জুয়ারীদের নিকট অনলাইনে কয়েন (পয়েন্ট) কেনাবেচা করার অভিযোগে অনলাইন জুয়ারী ব্যবসায়ী ইব্রাহিম খান কামরানকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

রোববার (১৯ মে) দুপুরে কোতয়ালী থানায় এক সংবাদ সম্মেলনে মাধ্যামে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার মোঃ আলী আশরাফ ভূঁঞা।

আটকৃত ইব্রাহিম খান কামরানের ব্যবহৃত নগদ ও বিকাশ একাউন্টে দুই লক্ষ তিহাত্তর হাজার টাকা পাওয়া যায়। অভিযান পরিচালনা করেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক এবং ইন্সপেক্টর (অপারেশন) বিপ্লব মিস্ত্রিউপ কমিশনার মোঃ আলী আশরাফ ভূঁঞা।

তিনি বলেন, ইব্রাহিম খান কামরান নগরীর ৯ নং ওয়ার্ডে রসুলপুর নিবাসী মোঃ আবুল কালাম খানের পুত্র। তার হেফাজত থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে সে একজন অনলাইন জুয়ারী ব্যবসায়ী।আসামী কামরানকে জিজ্ঞাসাবাদে জানা যায় সোহেল, নুর ইসলামসহ আরো অজ্ঞাতনামা ৩৫/৪০ জনকে অনলাইন জুয়া ব্যবসাসহ কয়েন (পয়েন্ট) কেনাবেচায় সাহায্য করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।