Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে অনলাইনে পতিতা সাপ্লাইকারী আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে অনলাইনে পতিতা সাপ্লাইকারী আটক

April 21, 2024 07:38:04 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে অনলাইনে পতিতা সাপ্লাইকারী আটক

বরিশাল সংবাদদাতা:
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার অভিযানে অনলাইনে পতিতা সাপ্লাইয়ের অভিযোগে নগরী সোনা মিয়ার পর এলাকা থেকে আবু বক্কর (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আবু বকরের স্থায়ী ঠিকানা পটুয়াখালীর দশমিনা থানার রনগোপালদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে ২০২৩ সালে সরকারী আলেকান্দা কলেকজ থেকে এইচএসসি এবং কাশিপুর হাইস্কুল থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে। এ সংক্রান্ত বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় রবিবার বিকেল ৫টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ আলী ভূঁইয়া বলেন, আসামি আবু বকর দীর্ঘদিন যাবত ফেসবুকে বিভিন্ন আবাসিক হোটেলের নামে গ্রুপ খুলে অল্প বয়সী তরুণদের আকৃষ্ট করে পতিতা সাপ্লাই দিয়ে নগদ অর্থ হাতিয়ে নেয়। এছাড়া অন্তরঙ্গ সময়ের ছবি ও ভিডিও ধারণ করে জিম্মি করে বিভিন্ন ফায়দা লোটে। তার আরো সহযোগী রয়েছে তাদেরকে গ্রেফতার করার প্রক্রিয়া চলমান রয়েছে। মোট ১৩ টি ফেসবুক গ্রুপে প্রায় ৩০ হাজার মেম্বার রয়েছে।

পুলিশ জানায়, সে ১৩টি ফেসবুক গ্রুপ এর এডমিন। যার মাধ্যমে পতিতা সাপ্লাইয়ের কাজ করতো আবু বকর। গ্রুপগুলো হলো- ১. ‘বরিশাল নথুল্লাবাদ আবাসিক হোটেল বরিশাল’। ২. হোটেল আবাসিক বরিশাল। ৩. বরিশাল লঞ্চঘাট আবাসিক হোটেল, বরিশাল। ৪. পটুয়াখালী আবাসিক হোটেল পটুয়াখালী। ৫. বিএম কলেজ আবাসিক হোটেল খুলনা। ৬. কাশিপুর আবাসিক হোটেল বরিশাল। ৭. আবাসিক হোটেল পটুয়াখালী। ৮. লঞ্চ ঘাট আবাসিক হোটেল বরিশাল। ৯. রুপতালী আবাসিক হোটেল বরিশাল। ১০. বরিশাল হোটেল এবং বাসাবাড়ি সার্ভিস।১১. কাউন্সিল আবাসিক হোটেল বরিশাল।১২. Barishal Home abshak hoitel, ১৩. আবাসিক হোটেল বরিশাল।