Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে ইয়বাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে ইয়বাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

August 20, 2023 05:28:18 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে ইয়বাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানার রহমতপুর বিমান বন্দর মোড়ে অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবাসহ ২ জনকে পুলিশ আটক করেছে থানা পুলিশ।

শনিবার রাতে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃত দুই জন হল বরিশাল জেলার কাজীরহাট থানার সিকদার বাড়ির সরোয়ার সিকদার (৩০) ও বরিশাল নগরীর কলেজ রো এলাকার রাজিব হাওলাদার (৪২)।

রবিবার বিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বন্দর থানার একটি বিশেষ দল শনিবার রাতে রহমতপুরে বিমান বন্দর মোড়ে অভিযান চালিয়ে সরোয়ার ও রাজিবকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করে করে তারা।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদক আইনে দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।