Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ২৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ২৫

September 22, 2023 07:22:08 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ২৫

বরিশালের গৌরনদীতে গুনগুন পরিবহন ও যাতায়াত পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ২৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বার্থী মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মইদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ করছে। বাস দুটি রাস্তার পাশে সরানো হয়েছে। বর্তমান যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

স্টেশন কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা পাসপোর্টে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে গৌরনদী থানায় পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।