Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশাল নগরীতে মিছিলের সময় ৪ জামায়াত নেতাকর্মী আট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশাল নগরীতে মিছিলের সময় ৪ জামায়াত নেতাকর্মী আট

August 23, 2023 08:11:42 PM   উপজেলা প্রতিনিধি
বরিশাল নগরীতে মিছিলের সময় ৪ জামায়াত নেতাকর্মী আট

সদর প্রতিনিধি, বরিশাল:
ব‌রিশাল নগরী‌তে মিছিলের সময় চারজনকে আটক করা হয়েছে। বুধবার সকাল ৮ টায় নগ‌রীর রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকা থে‌কে তা‌দের আটক করা হয়। পুলিশের দাবি, আটক চার ব্যক্তি জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী।

কো‌তোয়া‌লি ম‌ডেল থানার এসআই আরাফাত হাসান জানিয়াছেন, আটক ব্যক্তিরা হলেন নগ‌রীর কাউনিয়া হাউজিং এলাকার সুলতান হাওলাদার (৪০), রুপাতলী শে‌রে বাংলা সড়‌কের মো. মিজানুর রহমান সালাম (৬৬), সোনা মিয়ার পুল এলাকার না‌ছির উদ্দিন (৪০) এবং বন্দর থানার চর পত্ত‌নিয়া গ্রা‌মের আল মুঈন (২১)।

এসআই আরাফাত হাসান বলেন, নগ‌রের রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকায় অনুম‌তি ছাড়াই মিছিল শুরুর চেষ্টা করছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এসময় পুলিশ সদস্যদের দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পু‌লিশ ধাওয়া দি‌য়ে চারজনকে আটক ক‌রা হয়।