Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে প্রিপেইড বৈদ্যুতিক মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

বরিশালে প্রিপেইড বৈদ্যুতিক মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

September 14, 2024 07:43:16 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে প্রিপেইড বৈদ্যুতিক মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

জামাল কাড়াল, বরিশাল:
রিশালে প্রিপেইড বৈদ্যুতিক মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বরিশালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়, এরপর একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়।

প্রিপেইড বৈদ্যুতিক মিটারকে জনভোগান্তি, হয়রানি ও প্রতারণার পদ্ধতি হিসেবে আখ্যায়িত করে এর স্থাপন বন্ধের দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশে। সংগঠনের সভাপতি দেওয়ান আবদুর রশীদ নিলুর সভাপতিত্বে বক্তৃতা দেন রাইসুল ইসলাম, মো. নিয়াজ, আকিউর রহমান লিমন, মাসুম বিল্লাহ, আবদুল মান্নান মৃধাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, যেসব এলাকায় প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে, সেসব এলাকায় জনভোগান্তি চরমে পৌঁছেছে। বক্তারা আরও বলেন, বরিশালে যদি এই মিটার স্থাপন করা হয়, তবে এখানকার জনসাধারণও একই দুর্ভোগে পড়বে। তাই অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।