Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

August 29, 2024 09:31:01 PM   উপজেলা প্রতিনিধি
বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০:৩০ টায় রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল সেডে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নজরুল হোসেন।

সভায় বিএমপি সদস্যদের বিগত মাসের কল্যাণমূলক কার্যক্রমের বাস্তবায়ন পর্যালোচনা করা হয় এবং চলতি মাসের বিভিন্ন আবেদনের ভিত্তিতে নতুন কল্যাণমূলক সিদ্ধান্ত গৃহীত হয়। পুলিশ কমিশনার মহোদয় বলেন, “পুলিশের নিকট সেবা প্রত্যাশীদের সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে এবং বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্য প্রদর্শন করে জনসেবা নিশ্চিত করতে হবে।”

তিনি আরো বলেন, “বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয় এমন কোনো ফাঁদে পা দেয়া যাবে না, যাতে পুরো বাহিনী বিব্রত হয়। অতীতের মতো সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকতে হবে।”

সভায় অফিসার-ফোর্সদের কল্যাণ নিশ্চিত করতে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলারও নির্দেশনা দেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) এবং অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এবং অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত রুনা লায়লা সহ বিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যরা।