Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার উপলক্ষে মতবিনিময় সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার উপলক্ষে মতবিনিময় সভা

October 05, 2023 09:28:33 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার উপলক্ষে মতবিনিময় সভা

বরিশালে মা ইলিশ সংরক্ষন অভিযান উপলক্ষে আগামী (১২ অক্টোবর থেকে ২ নভেম্বর) পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বরিশাল নৌ পুলিশ বরিশাল অঞ্চলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়েছে লঞ্চঘাট টার্মিনাল ভবনে।

সভার প্রধান অতিথি ডিআইজি মিজানুর রহমান জেলেদের উদ্দেশ্য বলেন, আগামী ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকলে তাহার সুফল আপনারাই পাবেন। তাই সরকার নির্ধারিত সময়ে আমরা নদীতে কেউ জাল ফেলবো না এই হোক আমাদের অঙ্গীকার।

এসময় তিনি আরও বলেন, এই ২২দিন মা ইলিশ ধরা, বিক্রি ও ক্রয়ের সঙ্গে যাদেরকে পাওয়া যাবে সকলকেই আইনের আওতায় নেওয়া হবে। তাই সরকার নির্ধারিত এই সময়ে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, বরিশাল জেলা নৌ পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, সহকারী পুলিশ সুপার আ. রাজ্জাক, এডিশনাল পুলিশ সুপার মো. হুমায়ূন কবিরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন তারা।