
বরিশালের গৌরনদীতে বলাকা ও ইউনিক পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বার্থী বাজার এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বলাকা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে প্রায় এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। বরিশাল গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় বাসের যাত্রীদের মধ্যে ১১ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের মধ্যে নয়জন নারী, তিনজন পুরুষ এবং একজন শিশু রয়েছে।
বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে এক ঘণ্টা পর যানজট মুক্ত করা হয়েছে।