Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশাল রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশাল রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

September 20, 2024 09:08:54 PM   উপজেলা প্রতিনিধি
বরিশাল রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

বরিশাল সদর প্রতিনিধি:
বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বরিশালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান খান স্বপন (নিউ এইজ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া দিগন্ত)। অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- সহ-সভাপতি: বশির আহমেদ (বাংলাদেশ বুলেটিন টুয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক: রাসেল হোসনে (দক্ষিণের সময়), কোষাধ্যক্ষ নুরুজ্জামান (বরিশালের কাগজ), দপ্তর ও প্রচার সম্পাদক জিয়াউল করিম মিনার (ইত্তেফাক)। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- নজরুল বিশ্বাস (চ্যানেল এস), মর্জিনা বেগম (বরিশাল বেতার), তন্ময় তপু (নাগরিক টিভি)।

বিআরইউর বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন নজরুল বিশ্বাস এবং সম্পাদকীয় রিপোর্ট উপস্থাপন করেন মিথুন সাহা।