
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “ভারতের লিখে দেওয়া ৭২-এর সংবিধান দিয়ে বাংলাদেশ চলতে পারে না। বাংলাদেশের জন্য নতুন একটি সংবিধান প্রয়োজন। বর্তমান সংবিধানে দেশের মানুষের অধিকারের বিষয়টি নিশ্চিতভাবে বলা নেই। অর্থের অধিকার, খাদ্যের অধিকার, চিকিৎসার অধিকার ও শিক্ষার অধিকার সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এমন সংবিধানের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়। তাই নাগরিক পার্টির পক্ষ থেকে সংবিধানের পরিবর্তন দাবি করা হচ্ছে।”
বৃহস্পতিবার কাউনিয়া উপজেলার টেপামধুপুর আউলিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে সর্বস্তরের মানুষের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. আসাদুল্লাহ গালিব, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম, কাউনিয়া উপজেলা সংগঠক মোসলেম উদ্দিনসহ অন্য নেতারা।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি যেন জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, সেই বিধান সংবিধানে যুক্ত করতে হবে। এজন্য নতুন সংবিধান প্রণয়নের জন্য আলাদা একটি নির্বাচন প্রয়োজন। এটি সংসদ নির্বাচনের মতো গণপরিষদ নির্বাচন হবে। সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, আগে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, এরপর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সংসদ সদস্যরা একইসঙ্গে দায়িত্ব পালন করবেন।
আখতার হোসেন আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও মানুষ এখনো ন্যায়বিচার পাচ্ছে না। হাইকোর্টের বিচার পেতে হলে ঢাকায় যেতে হয়। আমরা চাই, রংপুরের মানুষ রংপুরেই বসে হাইকোর্টের বিচার পাবে। এজন্য প্রতিটি বিভাগে হাইকোর্ট স্থাপন করতে হবে।
তিনি আরও বলেন, তিস্তা নদীর পানি যেন তিস্তা নদী দিয়েই সাগরে চলে যেতে পারে, সে ব্যবস্থা করতে হবে। ঢাকা থেকে ট্রেনে করে রংপুর আসতে হলে পাবনা, ঈশ্বরদী, নাটোর হয়ে ঘুরে আসতে হয়, যা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সরাসরি রেল সংযোগ স্থাপন করতে হবে। পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত করারও দাবি জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আধুনিক, সমৃদ্ধ ও উন্নত জীবনমান গড়ে তুলতে চায় উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের উন্নতির জন্য সবার সহযোগিতা প্রয়োজন। ইনকিলাব জিন্দাবাদ।
এর আগে আখতার হোসেন দুপুরে রংপুরের সাতমাথা থেকে শতাধিক ভ্যানের বহর নিয়ে পীরগাছা উপজেলার দেউতি, সৈয়দপুর, কদমতলা, পীরগাছা বাজার, নেকমামুদ, তাম্বুলপুর, পাওটানা হাট, ভায়ারহাট হয়ে নিজ এলাকা কাউনিয়ার টেপামধুপুর আউলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।