
রায়হানুল ইসলাম:
গণতন্ত্র, মানবাধিকার ও মানবতার কথা বলে সারা বিশ্বের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কোটি কোটি মানুষকে গণতন্ত্রের নামে শুধু হত্যা করা হয়েছে এমনটি নয় বরং বিশ্বের মানুষ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে বলে উল্লেখ করেছেন হেযবুত তওহীদের রাজশাহী ও রংপুর বিভাগীয় আমীর মশিউর রহমান।
রবিবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে রাজশাহী ও রংপুর বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়পুরহাট জেলা আমীর মাসুদ রানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় আমীর আশেক মাহমুদ, রংপুর বিভাগের সহকারী আমীর আব্দুল রাকিব, আমন্ত্রিত অতিথি শহিদুল ইসলাম, মিরপুর জোনের সভাপতি আব্দুল বাবুল হক, রাজশাহী বিভাগীয় দপ্তর সম্পাদক শাকিব হোসেন, রাজশাহী জেলা সভাপতি তোতা শেখ, নাটোর জেলা সভাপতি আনিসুর রহমান সাকিব, পঞ্চগড় জেলার সভাপতি আবু সাঈদ, ঠাকুরগাঁও জেলা সভাপতি সোহেল শেখ, নীলফামারী জেলা সভাপতি নূর আলম সরকার, লালমনিরহাট জেলা সভাপতি একরামুল হক, কুড়িগ্রাম জেলা সভাপতি মঈন উদ্দিন, গাইবান্ধা জেলা সভাপতি জাহিদ হাসান মকুল, পাবনা জেলা সভাপতি সেলিম শেখ, সিরাজগঞ্জ জেলা সভাপতি জাহিদুল ইসলাম, জয়পুরহাটের সাবেক সভাপতি হারুন অর রশীদ, বগুড়ার জেলার সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম সহ রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা, উপজেলা আমির ও বিভিন্ন স্তরের দায়িত্বশীলগন।
দিনব্যাপী আয়োজনের শেষে ব্যাডমিন্টন্ড ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।