Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশ এলাকায় জনসমাগম নিষিদ্ধ করে পুলিশের গণবিজ্ঞপ্তি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশ এলাকায় জনসমাগম নিষিদ্ধ করে পুলিশের গণবিজ্ঞপ্তি

December 18, 2024 02:08:23 PM   জেলা প্রতিনিধি
বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশ এলাকায় জনসমাগম নিষিদ্ধ করে পুলিশের গণবিজ্ঞপ্তি

বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় জনসমাগম ও নির্দিষ্ট কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এই আদেশ ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,  দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে; টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশের তিন কিলোমিটার এলাকায় দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত, মিছিল বা সমাবেশ করা যাবে না; কোনো প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বহন করা নিষিদ্ধ; কোনো প্রকার লাউড স্পিকার বা উচ্চ শব্দ সৃষ্টি করে জনস্বার্থ বিঘ্নিত করা যাবে না।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করেন পুলিশ কমিশনার।

বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশের এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে।

এরআগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থি অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।