Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বাসন থানাধীন অনুপম সুপার মার্কেট থেকে চোরাই মোবাইলসহ গ্রেফতার ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাসন থানাধীন অনুপম সুপার মার্কেট থেকে চোরাই মোবাইলসহ গ্রেফতার ২

August 30, 2023 09:34:10 PM   জেলা প্রতিনিধি
বাসন থানাধীন অনুপম সুপার মার্কেট থেকে চোরাই মোবাইলসহ গ্রেফতার ২

আশিকুর রহমান:
গাজীপুরের চৌরাস্তা এলাকার অনুপম সুপার মার্কেট এ অভিযান চালিয়ে চোরাই ফোনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে মার্কেট এর ৪র্থ তলায় ফোন ফিক্স এন্ড সার্ভিসিং সেন্টার এবং ইব্রাহিম টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার থেকে চোরাইকৃত ২৬টি স্মার্ট ফোনসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ১টি ল্যাপটপ, ১টি সিপিইউ, ৪টি ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- দেলোয়ার হোসেন ওরফে সৌরভ(২৮) ও  সজীব (২০)। তারা উভয়ই বাসন থানায় বসবাস করেন।

বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই মোবাইল সার্ভিসিং এর দোকান থেকে চোরাইকৃত মোবাইল ফোন, অন্যন্যা মালামালসহ ০২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা চোরাই মোবাইল ফোন বেচা-কেনার সাথে জড়িত। এ সংক্রান্তে বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।