
আশিকুর রহমান, গাজীপুর:
গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গাজীপুরে নকল শিশুখাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে গাজীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার দুপুরে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ইটাহাটা প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাসন থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
প্রতিষ্ঠানটি গোপনে প্রাণসহ দেশে প্রতিষ্ঠিত বিভিন্ন কোম্পানির লোগো ব্যবহার করে নকল জুস, চিপস, সয়াবিন তেল উৎপাদন করে আসছে বলে জানিয়েছেন, গাজীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।
তিনি জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দুপুরে অভিযান পরিচালনা করে নামহীন ওই নকল শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে প্রাণসহ অন্যান্য কোম্পানির লোগো সম্বলিত পনেরোশ’ নকল জুসসহ চিপস, সয়াবিন তেল, চকলেটের মোড়ক ও সাতশ’ থেকে আটশ’ জুসের খালি বোতল জব্দ করা হয়। অভিযানকালে কারখানার কর্তৃপক্ষ না পাওয়ায় প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেয়া হয়েছে।