
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর ১৪ নং ওয়ার্ডের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান মুকুলকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোখলেছুর রহমান মুকুল গাজীপুর সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের চান্দপাড়া এলাকায় মৃত মান্নান সরকারের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।
জানা যায়, ক্ষমতাশীন বিগত আওয়ামী সরকার শাসন আমলে গাজীপুর মহানগরীর ১৪ নং ওয়ার্ডে একক রাজত্ব কায়েম করেছিলেন গ্রেফতার মোখলেছুর রহমান। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তিনি গাজীপুর মহানগরের প্রভাশালী আওয়ামী লীগ নেতা হিরা সরকারের অন্যতম সহযোগী ছিলেন।
আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. কায়সার আহমেদ। ওসি জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।