
আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরে প্রশাসনের অগোচরে একসপ্তাহ ধরে চলছে মেলা। স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রশাসনিক অনুমোদনের তোয়াক্কা না করেই বসিয়েছে মেলা।
জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের নলজানী মধ্যপাড়া ঈদগাহ বালুর মাঠে স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রশাসনিক কোন প্রকার অনুমোদন ছাড়াই মেলার আয়োজন করেছে। ইতিমধ্যে মেলার সাত দিন পেরিয়ে গেছে। মাসব্যাপী মেলা চলবে বলেও জানা যায়।
অনুমোদনহীন এ মেলায় বিভিন্ন পণ্যের ছোট বড় প্রায় ৪০-৫০ টি দোকান বসানো হয়েছে। এসব দোকান থেকে প্রতিদিন হাজার হাজার টাকা উত্তোলন করছে প্রভাবশালী ওই মহল। চরকি, নাগরদোলা'তো রয়েছেই। তবে মেলার বিষয়ে আয়োজক কমিটির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। গোপন তথ্যে জানা যায়, সন্ধ্যার পর মেলায় চলে জুয়া খেলা। এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ জুয়া খেলায় অংশ নিচ্ছে।
প্রশাসনের অনুমতি ছাড়াই সপ্তাহ ধরে চলমান এ মেলা নিয়ে হতবাক স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসী প্রশ্ন তুলেন, অনুমোদন ছাড়াই কিভাবে এ মেলা চলছে?
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, অনুমোদনহীন মেলা বন্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।