Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, গুজব প্রচারকারীদের শাস্তি দাবি ভুক্তভোগীর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, গুজব প্রচারকারীদের শাস্তি দাবি ভুক্তভোগীর

February 27, 2025 12:33:45 PM   অনলাইন ডেস্ক
বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, গুজব প্রচারকারীদের শাস্তি দাবি ভুক্তভোগীর

টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী চলন্ত বাসে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী। তিনি এ ঘটনাকে গুজব বলে উল্লেখ করে মিথ্যা খবর প্রচারকারীদের শাস্তি দাবি করেছেন।

গত ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি হয়। এ সময় এক নারী যাত্রীকে ধর্ষণের খবর আসে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে, নওগাঁর ওই গৃহবধূ স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁকে কেউ ধর্ষণ করেনি।

ভুক্তভোগী নারী বলেন, ‘আমার হাত থেকে চুরি বের করার সময় হাতে আঘাত পাই, তখন কান্নাকাটি করছিলাম। এ ঘটনার ভুল ব্যাখ্যা দিয়ে ধর্ষণের কথা বলা হয়েছে, যা একেবারেই মিথ্যা। আমার সঙ্গে আমার দাদা ছিলেন, ধর্ষণের ঘটনা কীভাবে সম্ভব?’

তিনি আরও বলেন, ‘যেসব মিডিয়া সত্যতা যাচাই না করে ভুল খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমার সম্মানহানির জন্য আমি এর বিচার চাই।’

বাসটির আরেক যাত্রী রাজশাহীর চারঘাটের রেহেনা বেগমও নিশ্চিত করেছেন, ডাকাতি হলেও বাসে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি।

এ ঘটনায় নাটোরের বাসযাত্রী ওমর আলী অজ্ঞাতদের আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ মামলায় গ্রেপ্তার পাঁচজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছেন পুলিশ। তাঁরা ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।