Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

December 10, 2022 10:34:15 PM   স্টাফ রিপোর্টার
ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

ঢাকার সাভারে ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে সাভারের ডগরমোরা স্কুলের সামনে ব্রাজিলের খেলা শেষে এ ঘটনা ঘটে।
আজ সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, 'নিহত হাসান একটি জুতা কারখানায় চাকরি করতেন। ব্রাজিলের খেলা শেষে হারজিত নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করেন এক দর্শক। এ সময় হাসানের বন্ধু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত।' তিনি বলেন, 'আহত অবস্থায় হাসান ও তার বন্ধুকে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।' 'আমরা অভিযুক্তকে আটকের চেষ্টা করছি', বলে জানান সুদীপ কুমার।