
নাটোর প্রতিনিধি:
নারীর সম-অধিকার সমসুযোগ-এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেলে নারী সংগঠনের আয়োজনে উপজেলার বনপাড়া বাজারে এই দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বনপাড়া পৌর যুব মহিলা লীগ সভাপতি রাবেয়া বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য, জেলা আ'লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
বনপাড়া পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পারুল আক্তারের পরিচালনায় এবং পৌর নারী সংগঠনের সভানেত্রী ডা. নাসিমা পারভীনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা আ'লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, সাবেক যুগ্ম সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর যুবলীগ সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি জামাল মিয়াজী, বঙ্গবন্ধু সৈনিকলীগের উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুয়ারা বেগম, নগর ইউপি সদস্য হাসিনা পারভীন, জোয়াড়ী ইউপি সদস্য শাহিদা খাতুন, খ্রিষ্টান নারী জাগরণ সংঘের সাধারণ সম্পাদক সুলেখা গমেজ, খ্রিষ্টান নারী আন্দোলনের পৌর শাখার সভাপতি সন্ধ্যা পিরিচ সহ ৫ শতাধিক নেতাকর্মী।