
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ঐহিত্যবাহী বিদ্যাপীঠ সেন্ট যোসেফ্স স্কুল এ্যান্ড কলেজের ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সেন্ট যোসেফ্স স্কুল এ্যান্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনু্ষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে হীরক জয়ন্তী উৎসব পালন করা হয়।
রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও এর সভাপতিত্বে অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের প্রথম বিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, বনপাড়া ক্যাথলিক ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, সেন্ট যোসেফ্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ড.শংকর ডমিনিক গমেজ, নগর ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান সাহেব সহ স্কুল এন্ড কলেজের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
আলোচনা শেষে এক জমকালো সাংস্কৃতিক অনু্ষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি দেশের জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীন সঙ্গীত পরিবেশন করেন।