Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বড়াইগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর বিজয়ে আনন্দ মিছিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বড়াইগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর বিজয়ে আনন্দ মিছিল

January 08, 2024 06:41:53 PM   জেলা প্রতিনিধি
বড়াইগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর বিজয়ে আনন্দ মিছিল

নাটোর প্রতিনিধি
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বড়াইগ্রামের বনপাড়া বাজারে আওয়ামীগ নেতাকর্মীসহ স্বতস্ফূর্ত জনগণের অংশগ্রহণে মিছিলে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, সাবেক চেয়ারম্যান চাঁদ মাহমুদ ও খোকন মোল্লা, বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, বনপাড়া পৌর যুবলীগের সভাপতি জাকির হোসেন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত সংসদ সদস্য বনপাড়া বাইপাস মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি সকল নেতাকর্মীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে নির্বাচন পরবর্তী যে কোন সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানান।