Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

March 18, 2023 10:59:39 PM   দেশজুড়ে ডেস্ক
বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি:
নানা আয়োজনে নাটোরের বড়াইগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বনপাড়া বাইপাসে এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইন্সটিটিউটে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন, কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা এবং এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে দলে দলে লোক আসতে শুরু করে।পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে স্কুল চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করেন।

ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

শিক্ষাবিদ গৌরপদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু আহসান টগর, গোপালপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক,জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীন, মুক্তিযুদ্ধকালীন উপজেলা কমান্ডার আব্দুল জলিল তরফদার, সাবেক চেয়ারম্যান চাঁদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, জেলা পরিষদ সদস্য হুমাইয়ারা জাহান রিয়া, বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক প্রমুখ।

আলেচনা শেষে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলায় শিক্ষা, সমাজসেবা, সাহিত্য, রাজনীতি, আইন সহায়তা, ধর্মীয় সহাবস্থান, মুক্তিযুদ্ধে বিশেষ অবদান ক্যাটাগরিতে ৫০ জন গুণী ব্যাক্তিসহ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ী দুইশ’ ১০ জন কৃতি ছাত্রছাত্রীর হাতে সম্মাননা স্মারক হিসাবে ক্রেষ্ট তুলে দেয়া হয়।
এরপরে সন্ধ্যায় জনপ্রিয় বাউল শিল্পি শফি মন্ডলসহ আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।