Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বড়াইগ্রামে মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী

May 04, 2023 11:56:01 AM   দেশজুড়ে ডেস্ক
বড়াইগ্রামে মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলার সকল মুক্তিযোদ্ধা বৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তরফদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

যুদ্ধকালীন সময়ে দেশের জন্য মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগের কথা তুলে ধরে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মারিয়াম খাতুন।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোমিনুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, আমজাদ হোসেন, সরদার বয়েত রেজা, হযরত আলী, আফসার আলী, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুস সাত্তার প্রামানিক ও বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম।

ঈদ পরবর্তী সময়ে উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ একত্রিত হতে পেরে সকলেই তাদের অতীতের স্বৃতিচারন করে আনন্দ প্রকাশ করেন।পরে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের হাতে সৌজন্য উপহার তুলে দেওয়া হয়।