Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বুড়িমারীতে বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ কমিটি গঠন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বুড়িমারীতে বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ কমিটি গঠন

May 28, 2023 02:27:17 PM   উপজেলা প্রতিনিধি
বুড়িমারীতে বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ কমিটি গঠন

হাসিবুল ইসলাম:
লালমনিরহাট জেলা ধীন পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে,বাংলাদেশ স্থলবন্দর শ্রমিকলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার শ্রমিক নেতা মো. সাজ্জাদকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মো. জসিম উদ্দিন সরদার ৩৩ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন।

এদিকে এদিন সকাল ১১টায় সকল শ্রমিকদের উপস্থিতিতে বুড়িমারী স্থলবন্দর সিরিয়াল অফিসের সামনে উক্ত কমিটি কার্যালয়ের সামনে ব্যানার টাঙ্গানো হয়।

এ সময় নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু বলেন, শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠার বুড়িমারী স্থল বন্দর শ্রমিকলীগ সবসময় কাজ করে যাবে। শ্রমিকদের বিপদে আপদে পাশে দাঁড়াব।

সাধারণ শ্রমিক জামিয়াল হোসেন, রেজওয়ান, সহিদার রহমান, আঃ সালামসহ আরোও অনেকেই জানান, আমরা সবাই বুড়িমারী স্থল বন্দর শ্রমিকলীগের সাথে আছি, আগামীতেও থাকবো। পাটগ্রাম-হাতীবান্ধা উপজেলার গণমানুষের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি মহদয়ের দিক নির্দেশনায় আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার পক্ষে কাজ করে যাব।