
কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আন্তঃনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ১০ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খানও দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।