Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ভলিবলে কুবির জয়, ফুটবলে সমতা, কুবি-নোবিপ্রবির সৌহার্দ্যপূর্ণ লড়াই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভলিবলে কুবির জয়, ফুটবলে সমতা, কুবি-নোবিপ্রবির সৌহার্দ্যপূর্ণ লড়াই

February 15, 2025 12:03:28 AM   অনলাইন ডেস্ক
ভলিবলে কুবির জয়, ফুটবলে সমতা, কুবি-নোবিপ্রবির সৌহার্দ্যপূর্ণ লড়াই

কুবি প্রতিনিধি:
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) যৌথ উদ্যোগে প্রীতি ভলিবল ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নোবিপ্রবির কেন্দ্রীয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

ভলিবলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৩-২ সেটে হারিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে ফুটবলে দুই দলই গোলশূন্য ড্র করে নির্ধারিত সময় শেষ করেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় দলের সঙ্গে ছিলেন কুবি স্পোর্টস ক্লাবের আহ্বায়ক ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন।

এ বিষয়ে কুবি স্পোর্টস ক্লাবের আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া জরুরি। এর মধ্য দিয়ে তাদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ ও আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে কুমিল্লা ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হলো। আশা করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”