
ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের উদ্যোগে ভাষার মাসের আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি আসাদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাসির আহমেদ। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও শিশু সাহিত্যিক (কলকাতা) শ্রীমান পীতম সেনগুপ্ত।
ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের সভাপতি রাজিয়া সুলতানা পিংকির সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বজ্রশক্তির সম্পাদক এসএম সামসুল হুদা, ড. উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কবি মুস্তারী বেগম প্রমুখ।