
মেক্সিকোর সিনালোয়া রাজ্যে মাদককারবারিদের মধ্যকার ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১৯২ জন নিহত হয়েছেন। সিনালোয়া স্টেট পাবলিক সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, ৯ সেপ্টেম্বর থেকে চলমান এই সংঘর্ষে প্রায় ২০০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ২২৬ জন নিখোঁজ হয়েছেন। সহিংসতা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে প্রায় ২০০টি পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, ১৮০টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে, এবং প্রায় ২ হাজার মানুষ তাদের চাকরি হারিয়েছেন।
সিনালোয়া রাজ্যের গভর্নর রুবেন রোচা ময়া জানিয়েছেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার জন্য ৫৯০ জন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এয়ার ফোর্স, নেভি এবং স্টেট পুলিশ যৌথভাবে সংঘর্ষ থামাতে কাজ করছে। তবে পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।
এই সহিংসতার সূত্রপাত ঘটে সিনালোয়া কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা ও কুখ্যাত মাদক সম্রাট ইসমাইল ‘এল মায়ো’ জাম্বাদার গ্রেপ্তারের পর। তার অনুপস্থিতিতে কার্টেলের দ্বিতীয় বৃহত্তম শক্তি ‘দ্য চ্যাপিটোস,’ যা এল চ্যাপোর ছেলেরা পরিচালনা করছে, ক্ষমতা দখলের জন্য সংঘর্ষে লিপ্ত হয়েছে।