Date: May 13, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / মাটি কেটে লাখ টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাটি কেটে লাখ টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী

May 12, 2025 11:12:18 PM   অনলাইন ডেস্ক
মাটি কেটে লাখ টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী

মাটি কেটে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে রুবেল হোসেন নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেছে। সোমবার (১২ মে) দুপুরে উপজেলার নবীনগর এলাকায় অভিযানে তাকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রুবেল হোসেন অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করছিলেন, যার ফলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।